scorecardresearch
 
Advertisement

LPG Aadhar Card Link: গ্যাস-আধার লিঙ্ক করাতে টাকা চাইছে? এই টোল ফ্রি নম্বরে ফোন করলেই কড়া দাওয়াই

LPG Aadhar Card Link: গ্যাস-আধার লিঙ্ক করাতে টাকা চাইছে? এই টোল ফ্রি নম্বরে ফোন করলেই কড়া দাওয়াই

গ্যাসের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে গিয়ে গ্রাহকদের চোখে আঁধার দেখার জোগাড়। ভোর থেকে লাইনে দাঁড়ানো, একেবারে শেষ মুহূর্তে এসে শোনা লিঙ্ক ফেলিওর তো আছেই। সঙ্গে আবার একাধিক জায়গায় অভিযোগ উঠছে, এই লিঙ্ক করাতে গিয়ে ইচ্ছামতো টাকা নিচ্ছে গ্যাসের ডিস্ট্রিবিউটররা। বদলে একটা হোস গছিয়ে দিচ্ছে। সাধারণ ডিস্ট্রিবিউটর থেকে মন্ত্রীর স্ত্রী, অভিযোগের আঙুল কার দিকে নেই? কিছু বললেই শাসানো হচ্ছে বলেও অভিযোগ। বলা হচ্ছে নির্দেশ আছে। ফলে হেঁশেল বাঁচাতে গিয়ে কার্যত নাকানি চোবানি খাচ্ছেন সাধারণ মানুষ। বায়োমেট্রিক নিয়ে চারদিকে যখন বিভ্রান্তি। এলাকার বণ্টনকারী সংস্থা বাড়ি থেকে তা নেওয়ার ব্যবস্থা করুক, টাকা দিতে হবে না। কেউ এ জন্য টাকা চাইলে, সংস্থা বা বণ্টনকারীর দোকানে ফোন করে অভিযোগ জানাতে হবে।

Toll Free No to Solve LPG Aadhar Link Problems

Advertisement