এ যেন সাক্ষাৎ স্বর্গ। বরফের চাদরে ঢাকা পড়ল চামোলি। যেদিকেই চোখ পড়ছে শুধু বরফ আর বরফ। ঢাকা পড়েছে পাহাড়, রাস্তা। মাঝে বয়ে চলেছে পাহাড়ি নদী। আনন্দে আত্মহারা পর্যটকরা। তাপমাত্রা হেমেছে হিমাঙ্কের নীচে।