Advertisement

Buffalo Fight: বহু বছর পর অসমের 'মাঘ বিহু' উৎসবে মোষের লড়াই, দেখুন VIDEO

নয় বছর পর, 'মাঘ বিহু' উদযাপনের অংশ হিসাবে অসমে ঐতিহ্যবাহী 'মোহ জুজ' (মহিষের লড়াই) আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আহোম শাসনের সময় থেকে মাঘ বা ভোগালী বিহুতে ফসল কাটার উৎসবের সময় আহটগুড়ি এবং শিবসাগর সহ রাজ্যের বিভিন্ন অংশে মহিষের লড়াই হত। কিন্তু ২০১৪ থেকে সুপ্রিম কোর্টের আদেশে পশুদের আঘাতের কারণে এই ধরনের অনুশীলনের অনুমতি না দেওয়ার পর এটি বন্ধ হয়ে যায়। মোষের লড়াইয়ের পাশাপাশি, বুলবুল পাখির লড়াইও ঐতিহ্যবাহী মাঘ বিহু উৎসবের অংশ এবং এই সময়কালে তা স্থগিত করা হয়েছিল। তবে রাজ্য সরকার কর্তৃক নির্ধারিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) মেনে ফের শুরু হয়েছে এই রীতি।

Advertisement
POST A COMMENT