scorecardresearch
 
Advertisement

Train Services Between India-Bhutan: ট্রেনে চেপে ভুটান, অবাস্তব নয় আর

Train Services Between India-Bhutan: ট্রেনে চেপে ভুটান, অবাস্তব নয় আর

ছুটি পেলেই মনটা কেমন উরু উরু করে। ফোন নিয়ে সার্চ করতে শুরু করে দিই কোথায় যাওয়া যায়। আর সেই জায়গা খুঁজতে খুঁজতে অনেক সময় ঠিক করে ফেলি ভুটান যাবো। আর সঙ্গে সঙ্গে প্ল্যান রেডি। এমন ভ্রমন প্রিয় মানুষদের জন্য এবার সুখবর। এবার ভারত থেকে ট্রেনে করে যাওয়াই যাবে ভুটানেও। 2005 সালেই ভুটানের সঙ্গে ভারতের রেল যোগাযোগের চুক্তি হয়েছিল। তবে সেই কাজ থমকে ছিল এতদিন। সম্প্রতি বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, অসম এবং ভুটানের মধ্যে রেললাইন স্থাপন করা নিয়ে দুই দেশের মধ্যেই আলোচনা চলছে। তিনি জানান, পর্যটকদের আকৃষ্ট করতে ভুটানেরও ইতিবাচক মনোভাব রয়েছে এই রেলপথ নিয়ে। এই প্রকল্প বাস্তবায়িত হলে তা বেশ লাভজনক হবে বলেই জানান তিনি।

Train Services Between India-Bhutan

Advertisement