Advertisement

Amit Shanh:'কংগ্রেস-সিপিএম জোট বেঁধে ইলু ইলু করছে', ত্রিপুরায় বললেন অমিত শাহ

ত্রিপুরায় ১৬ ফেব্রুয়ারি বিধানসভা নির্বাচন। শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত সমস্ত রাজনৈতিক দল। শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গেছিলেন প্রচার সভায়। তিনি দুটি জনসভা করেন। রবিবার ত্রিপুরায় গেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, ত্রিপুরায় কমিউনিস্টরা কিছুই করে নি। যা উন্নতি হয়েছে বিজেপির সময়। কংগ্রেস-সিপিএম জোটকে কটাক্ষ করে বলেন, বিজেপিকে ওরা ভয় পাচ্ছে তাই জোট বেধে ইলু ইলু করছে।

Advertisement
POST A COMMENT