Advertisement

Tripura Hijab Controversy: মোদি মামলায় স্বস্তি পেতেই রাহুল ফিরে পেতে পারেন সাংসদ পদ

হিজাব পরে স্কুলে আসা যাবে না। হিজাব নিয়ে রণক্ষেত্র ত্রিপুরার বিশালগড়। বিশালগড় মহকুমার কোরইমুড়া হায়ার সেকেন্ডারি স্কুলের সামনে বিক্ষোভ দেখান সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন। বিজেপি শাসিত ত্রিপুরায় এই ঘটনায় বিরুদ্ধে সরব হয়েছেন বিরোধীরা। ঘটনাটা ঠিক কি হয়েছিল? বেশকিছুদিন ধরে বিশালগড় কড়ইমুড়া স্কুলের ছাত্রছাত্রীদের হিজাব পড়া নিয়ে চাপানোত্তর চলছে। শুক্রবার স্কুলের এক ছাত্রকে স্কুল থেকে বের করে দুষ্কৃতিরা বেধড়ক পেটায় বলে জানা যায়। প্রধান শিক্ষক জানান কিছুদিন আগে ছাত্রদের হিজাব বন্ধের দাবি করেছিল বিশ্বহিন্দু পরিষদ। তিনি নিজেও স্কুলের পোশাকেই স্কুলে আসতে বলেন ছাত্রছাত্রীদের।

Tripura Hijab Controversy

Advertisement