Advertisement

Cheetahs: মধ্যপ্রদেশের কুনোতে খোলা জঙ্গলে ছাড়া হল ২ চিতাকে

মধ্যপ্রদেশের কুনোতে দুই চিতাকে ছাড়া হল মুক্ত জঙ্গলে। দুটি চিতাই পুরুষ। তাদের নাম "এলটন এবং ফ্রেডি। বুধবার সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ কুনো ন্যাশনাল পার্কে খোলা জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। তারা দুজনেই সুস্থ আছে। ১৯৫২ সালে ভারত থেকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল চিতা। কিন্তু ৮টি চিতা ৫টি মহিলা এবং ৩টি পুরুষ চিতা আফ্রিকার নামিবিয়া থেকে আনা হয়েছিল।

Advertisement
POST A COMMENT