Advertisement

Lok Sabha News: লোকসভায় গ্যালারি থেকে দু'জনের ঝাঁপ, তারপরেই ধোঁয়া চারদিকে, ঠিক কী ঘটেছে? দেখুন

২২ বছর আগের সেই ভয়াবহ স্মৃতিই যেন ফিরল সংসদ ভবনে। ২০০১ সালে আজকের দিনেই সংসদে জঙ্গি হামলা হয়েছিল। আজ সেই হামলার নিহতদের প্রতি লোকসভায় যখন শ্রদ্ধাজ্ঞাপন পর্ব চলছে, তখনই দর্শকের গ্যালারি থেকে দুই ব্যক্তি (এক মহিলা ও এক পুরুষ) ঝাঁপ দেন একেবারে অধিবেশনের মধ্যে। তাদের হাতে ছিল রং বোমা। মুহূর্তে ধোঁয়ায় ঢেকে যায় গোটা লোকসভা। ঠিক ঘটেছে লোকসভায়? দেখুন।

Advertisement
POST A COMMENT