Advertisement

Union Budget 2025: মধুবনী শাড়ি পরে যখন রাষ্ট্রপতির সঙ্গে দেখা করলেন নির্মলা, দেখুন

তৃতীয়বার ক্ষমতায় আসার পর আজ প্রথমবার পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। প্রতিবছরের মতো এবছরও নজর কাড়ল তাঁর 'বাজেট স্পেশাল শাড়ি'। ১ ফেব্রুয়ারি বাজেট পেশের দিন তাঁকে দেখা গেল মধুবনী সিল্কের অফ হোয়াইট শাড়িতে। এই শাড়িটি তাঁকে ২০২১ সালে ভারতের পদ্মশ্রী দুলারি দেবী উপহার দিয়েছিলেন। বাজেটের দিন এই শাড়িটি পরার জন্য অর্থমন্ত্রীকে অনুরোধ করেছিলেন দুলারি দেবী। কথামতো সেই শাড়িই তিনি পড়েন। এদিন রাষ্ট্রপতি ভবনে পৌঁছে প্রথা মেনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁকে দই- চিনি খাওয়ান৷

Advertisement
POST A COMMENT