Advertisement

Ashwini Vaishnaw Angry On Oppositions: 'শুধু Reel বানাই না,' সংসদে যখন মেজাজ হারালেন রেলমন্ত্রী, তারপর? দেখুন VIDEO

"আমরা কেবল রিল বানাই তা নয়, কাজও করি।" সংসদে বক্তব্য রাখার সময় সাংসদদের প্রবল হইচইয়ে ক্ষুব্ধ রেলমন্ত্রী। রেল দুর্ঘটনা নিয়ে বিপক্ষ দলের হইচই এর বিরুদ্ধে আপত্তি জানিয়ে অশ্বিনী বৈষ্ণব বলেছেন যাঁরা এখানে চেঁচামেচি করছেন, তাঁদের জিজ্ঞাসা করা উচিত, ক্ষমতায় থাকাকালীন ৫৮ বছরে তাঁরা এক কিলোমিটারও অটোমেটিক ট্রেন প্রটেকশন কেন (ATP) লাগাননি ? পশাপাশি বিরেধী সাংসদদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তিনি আরও বলেন, "চুপ করুন, বসুন, যে কোনও বিষয়েই আপনারা কথা বলতে শুরু করেন।" দেখুন সেই ভিডিও

Advertisement
POST A COMMENT