Advertisement

UP Unnao Bus Accident: জাতীয় সড়কে দুধের ট্যাঙ্কারের সঙ্গে বাসের সংঘর্ষ, ছিটকে গেল যাত্রীরা, মৃত ১৮

ডাবল ডেকার বাসের সঙ্গে দুধের ট্যাঙ্কারের সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ১৮ জনের মৃত্যু হল। ৩০ জনেরও বেশি আহত হয়েছেন। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে বুধবার ভোরে উত্তরপ্রদেশের উন্নাওয়ে লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে। বাসটি বিহারের সীতামারি থেকে দিল্লি যাচ্ছিল। পুলিশ জানিয়েছে, ভোর সাড়ে চারটে নাগাদ বাসটি উন্নাওয়ের বেহতা মুজাওয়ার থানা এলাকার গদা গ্রামের সামনে পৌঁছলে পেছন থেকে একটি দুধ ভর্তি দ্রুতগামী ট্যাঙ্কার সেটিকে ওভারটেক করে এবং এ সময় বাসটির সঙ্গে সংঘর্ষ হয়। দুর্ঘটনা এতটাই মারাত্মক ছিল যে ডাবল ডেকার বাসটি ভেঙে চুরমার হয়ে যায়। যাত্রীরা বাস থেকে ছিটকে বের হয়ে যান।

Advertisement
POST A COMMENT