FASTag ব্যালেন্সে গোলমাল নিয়ে হাইকোর্টের আইনজীবীকে মারধর করলেন টোল প্লাজার কর্মীরা। ঘটনাটি উত্তরপ্রদেশের বারাবাঁকির গোটুনা টোল প্লাজার। লখনউ হাইকোর্টে যাওয়ার পথে FASTag ব্যালেন্স শেষ হয়ে যায় আইনজীবী রত্নেশ শুক্লা। নগদ টাকা দেওয়া নিয়ে বিতণ্ডা। কর্মীরা তাঁকে ধাওয়া করেন। চলে মারধর। গ্রেফতার এক অভিযুক্ত।