Advertisement

Yogi Adityanath On MLA Abu Azmi: ঔরঙ্গজেব নায়ক! ইউপি পাঠান চিকিৎসা করিয়ে দেব: যোগী

'ঔরঙ্গজেবকে যিনি নায়ক মনে করেন, তাঁর ভারতে থাকার অধিকার নেই'। সমাজবাদী পার্টির বিধায়ক আবু আজমির বক্তব্য নিয়ে অখিলেশের দলকে বিঁধলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাঁর কথায়,'মন্দির ভাঙার কারিগর, নিষ্ঠুর ও ধর্মান্ধ ঔরঙ্গজেবের মহিমান্বিত করছেন আপনারা। ওকে দল থেকে তাড়ান। তারপর উত্তরপ্রদেশ পাঠিয়ে দিলে আমরা চিকিৎসা করে দেব'।

Advertisement
POST A COMMENT