মুর্শিদাবাদ হিংসা নিয়ে ফের মমতা সরকারকে নিশানা করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আজ অর্থাত্ মঙ্গলবার হরদইয়ে একটি সভায় যোগী বললেন, 'বাংলায় দেখুন দাঙ্গা হচ্ছে, আর মুখ্যমন্ত্রী চুপ করে বসে আছেন। দাঙ্গাবাজদের শান্তির দূত বলছেন। আরে লাথো কে ভূত, বাতোঁ নিয়ে কাঁহা মাননে ওয়ালে হ্যায়?'