scorecardresearch
 
Advertisement

UPSC Success Story: দিনে মাত্র 6 ঘণ্টা পড়েই IAS, চমকে দিলেন 22 বছরের বাঙালি তরুণী

UPSC Success Story: দিনে মাত্র 6 ঘণ্টা পড়েই IAS, চমকে দিলেন 22 বছরের বাঙালি তরুণী

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সিভিল সার্ভিস পরীক্ষা। দেশের সর্বভারতীয় স্তরের প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলির মধ্যে অন্যতম কঠিন এই পরীক্ষায প্রতিবছর এই পরীক্ষায় বসেন দেশের হাজার হাজার পরীক্ষার্থী। আর এই পরীক্ষার প্রস্তুতির জন্য যাকে বলে দিনরাত এক করে পরিশ্রম করেন দেশের তরুণ-তরুণীরা। অনেকে আবার এই UPSC পরীক্ষা ক্র্যাক করার জন্য বিভিন্ন কোচিং ক্লাসে প্রস্তুতিও নেন। এতকিছুর পরও প্রথমবার পরীক্ষা দিয়েই সফল হওয়ার নজির খুবই কমই আছে।

UPSC Success Story

Advertisement