Advertisement

Russian Oil না কেনার আশ্বাস দিয়েছেন PM Modi, Donald Trump এর দাবি ওড়াল MEA

'মোদী আমার বন্ধু। রাশিয়া থেকে তেল কিনছে ভারত। আমি খুশি নই। দু'দিন আগে উনি আশ্বাস দিয়েছেন, রাশিয়া থেকে আর তেল কিনবেন না'। ডোনাল্ড ট্রাম্পের এই মন্তব্যেই এখন তুঙ্গে জল্পনা। বিদেশমন্ত্রক এই বয়ান খারিজ করে দিয়েছে।

Advertisement
POST A COMMENT