প্রয়াগরাজে গঙ্গা ও যমুনা আচমকাই ফুঁসতে শুরু করেছে। মাত্র এক রাতেই জল বেড়েছে প্রায় এক মিটার। সেই জল ঢুকে পড়ে নদীর ধারেই অবস্থিত বিখ্যাত ‘বড় হনুমান’ মন্দিরে। ঘটল বিরল ‘মহাস্নান’! আরও আশ্চর্যের, শ্রাবণ মাসের প্রথম মঙ্গলবারেই এই ঘটনা। সাধারণত অগাস্টে জল ঢোকে মন্দিরে, এত আগে নয়। স্থানীয়রা বলছেন, এ এক দৈব মুহূর্ত, প্রকৃতি যেন নিজেই হনুমানজির স্নান করাল শ্রাবণের পবিত্র দিনে। ভক্তরা একে মানছেন ঈশ্বরের আশীর্বাদ। নদী আর ভক্তির এমন মিলন মুহূর্ত দশকে একবারই আসে।