Advertisement

Uttar Pradesh News: পরীক্ষার ফাঁকা উত্তর পত্রে শুধুই রাম নাম, তাতেই মিলল 56% নম্বর! কি হাল দেখুন

পরীক্ষার খাতায় জয় শ্রী রাম লিখেই 56 শতাংশ নম্বর পেতে পারেন। হ্যাঁ, এমনই ঘটনায় তোলপার গোটা দেশ। রাম রাজ্যে এই ঘটনা সামনে আসতেই সমালোচনার ঝড় উঠেছে। সবার মনে একটাই প্রশ্ন এও কি সম্ভব। যাঁর জন্য এই ঘটনায় রাতারাতি সাসপেন্ড করে দেওয়া হয়েছে দুই অধ্যাপককে। রামমন্দিরে তৈরি হওয়ার পর থেকে গোটা দেশ জুড়ে শুধু রাম আর রাম। অযোধ্যার রাম মন্দির তৈরি হওয়ার পর শ্রী রামকে ঘিরে উন্মাদনাও বেড়ে গিয়েছে। তাই বলে পরীক্ষায় খাতায় জয় শ্রী রাম লেখা? উত্তর পত্রে জয় শ্রী রাম ও কয়েকজন পছন্দের ক্রিকেটারের নাম লিখে এসেছিলেন এক কলেজ পড়ুয়া।

Uttar Pradesh News

Advertisement