scorecardresearch
 
Advertisement

Uttarakhand Anti-Copying law: সাবধান!​ পরীক্ষায় টুকলি করলেই এবার হবে জরিমানা

Uttarakhand Anti-Copying law: সাবধান!​ পরীক্ষায় টুকলি করলেই এবার হবে জরিমানা

পরীক্ষায় টুকলি করলেই এবার হতে পারে জরিমানা। তাই সাবধান। নতুন এই আইন কার্যকর হল উত্তরাখণ্ড। নিয়োগ নিয়ে যাতে কোনও দুর্নীতির অভিযোগ না ওঠে, সে ব্যাপারে আশ্বস্ত করতেই অ্যান্টি কপিইং আইন আনার কথা আগেই বলেছিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। সম্প্রতি পেপার লিক হওয়ার অভিযোগ সামনে আসার পর UKPSC পরীক্ষা বাতিল করতে হয় উত্তরাখণ্ডে। বাতিল হয় 1.4 লক্ষ চাকরি প্রার্থীর পরীক্ষা। এরপরই এই আইন আনার কথা ভাবে উত্তরাখণ্ড সরকার। এই আইন অনুসারে চাকরির পরীক্ষায় কেউ টুকলি করলে, তার 10 বছরের কারাদণ্ডের পাশাপাশি 10 কোটি টাকা জরিমানা দিতে হবে। এছাড়াও, কোনও পরীক্ষার্থীর বিরুদ্ধে যদি প্রশ্নপত্র ফাঁস করার অভিযোগ প্রমাণিত হয়, তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। প্রশ্নপত্র ফাঁস করলে বা অন্য কোনো পরীক্ষার্থীকে টুকলির জোগান দিলে তাঁকে 10 বছরে নিষিদ্ধ করা হতে পারে। অর্থাৎ তিনি 10 বছর পরীক্ষায় বসতে পারবেন না। শুধু জেল বা জরিমানাই নয়, প্রয়োজনে সম্পত্তি বাজেয়াপ্তও করা হতে পারে।

Uttarakhand Anti Copying law

Advertisement