Advertisement

Uttarkashi Tunnel News Update: বড়দিনের আগে উত্তরকাশীর টানেলে আটকে পড়া শ্রমিকরা উদ্ধার হবেন তো?

উত্তরকাশীর নির্মীয়মাণ ভেঙে পড়া টানেলের ভিতর 16 দিন ধরে আটকে রয়েছেন শ্রমিকরা। সমস্ত রকমের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারী দলেরর সদস্যরা। ইতিমধ্যেই শুরু হয়েছে ম্যানুয়াল ড্রিলিং। সুড়ঙ্গের মাত্র 10 শতাংশ বাকি রয়েছে। কিন্তু এই 10 শতাংশ বাধা কি বড়দিনের আগে সরবে? ক্রিসমাসের আগে কি শ্রমিকরা দিনের আলো দেখতে পারবেন? এখন সেই প্রশ্নই উঠছে।

Uttarkashi Tunnel News Update

Advertisement