Advertisement

Uttarkashi Tunnel News Update: কয়েক ঘণ্টায় সুড়ঙ্গ উদ্ধার, লেটেস্ট ভিডিও দেখুন

আর কিছুক্ষনের আপেক্ষা তারপরই উদ্ধার করা যাবে 41 জন শ্রমিককে। তাই তৎপর উদ্ধারকারী দল। 41 জন শ্রমিককে উদ্ধার করার পর সঙ্গে সঙ্গে যাতে তাদেরকে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া যায় তাই আগে থেকেই তৈরি রাখা হয়েছে অ্যাম্বুল্যান্স-সহ যাবতীয় মেডিক্যাল অ্যাসিস্ট্যান্স। উদ্ধারের পর আটকে পড়া শ্রমিকদের শারীরিক অসুবিধার কথা মাথায় রেখেই এই ব্য়বস্থা গ্রহন করা হয়েছে। যাতে তাদের দ্রুত হাসপাতালে পৌঁছে দেওয়া যায়। একদল ডাক্তারও সেখানে রয়েছেন ৷

Uttarkashi Tunnel News Updateকয়েক ঘণ্টায় সুড়ঙ্গ উদ্ধার, লেটেস্ট ভিডিও দেখুন

Advertisement