Advertisement

Kedarnath Dham : সাদা তুষার চাদরে ঢাকা কেদারনাথ মন্দির চত্বর, স্বর্গীয় দৃশ্য! VIDEO

পাহাড়ে অবিরাম তুষারপাত হচ্ছে যার কারণে সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। বর্তমানে উত্তরাখণ্ডে প্রবল তুষারপাত হচ্ছে। কেদারনাথ এবং বদ্রিনাথ ধামের তুষার আচ্ছাদিত উপত্যকা পর্যটকদের অনেক বেশি আকর্ষণ করছে। এ সময় চারটি ধামের দরজা বন্ধ থাকলেও সেখানে তুষারপাত দেখতে যাচ্ছেন পর্যটকরা। কেদারনাথ ধামে ভারী তুষারপাতের পর, মন্দির চত্বর এবং এর আশেপাশের এলাকা সাদা তুষারে ঢাকা। এখানে পার্ক করা যানবাহনের ওপর জমে গেছে বরফ।

Advertisement
POST A COMMENT