Advertisement

Vande Bharat Train: যাত্রাপথের বিরতিতে ১৪ মিনিটে পরিষ্কার করা হল বন্দেভারত ট্রেন

দেশের সব থেকে অভিজাত ট্রেন এখন বন্দে ভারত এক্সপ্রেস। রবিবার পয়লা অক্টোবর কেন্দ্রীয় সরকারের স্বচ্ছতা অভিযান প্রকল্পে এই কর্মসূচি নেয় রেল। দেশের যে সব স্টেশনে বিরতি নেবে বন্দে ভারত এক্সপ্রেস, সেই সব জায়গায় ১৪ মিনিটে পরিষ্কার করা হবে ট্রেনটিকে। সেই কর্মসূচি অনুযায়ি জম্মুর কাটরাতে ১৪ মিনিটে পরিষ্কার করা হল বন্দে ভারত ট্রেন।

Advertisement
POST A COMMENT