Advertisement

Vande Bharat Express Trial Run On Chenab Rail Bridge: বিশ্বের সর্বোচ্চ রেল সেতুতে পরীক্ষা দিল 'বন্দে ভারত', পাশ করল? দেখুন VIDEO

প্রথমবারের মতো বিশ্বের সর্বোচ্চ রেল সেতুতে পরীক্ষামূলকভাবে চলল 'বন্দে ভারত'। গতকাল জম্মু রেলওয়ে স্টেশন থেকে ছেড়েছিল বন্দে ভারত। পৌঁছল কাটরায়। কাটরা থেকে বানিহাল রেল ট্র্যাকে এখনও পর্যন্ত একাধিক ট্রেন চলেছে। বিশ্বের সর্বোচ্চ রেল সেতুতে এবার পরীক্ষামূলকভাবে দৌড়ল বন্দে ভারত।। জানা গিয়েছে, শীঘ্রই বন্দে ভারত-সহ অন্যান্য ট্রেনও কাটরা থেকে কাশ্মীর পর্যন্ত চালানো হবে।

Advertisement
POST A COMMENT