scorecardresearch
 

Varanasi Fire: দাউ দাউ করে জ্বলছে বারাণসীর লুক্সা এলাকার এক হোটেল, দেখুন VIDEO

Varanasi Fire: দাউ দাউ করে জ্বলছে বারাণসীর লুক্সা এলাকার এক হোটেল, দেখুন VIDEO

বারাণসীর হরিবিলাস হোটেলে ভয়াবহ আগুন লাগে বুধবার। পুরো হোটেল দাউ দাউ করে জ্বলে। বারাণসীর লুক্সা এলাকার হরি বিলাস হোটেলের উপরের তলায় আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে যায় পুরো হোটেলে। দমকলের সাতটি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে চিফ ফায়ার অফিসার আনন্দ সিং জানিয়েছেন। একজন প্রত্যক্ষদর্শী বলেছেন যে বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং প্রায় পুরো উপরের তলাকে গ্রাস করে। যদিও এই ঘটনায় কেউ মারা যায়নি।