বারাণসীতে আবারও গঙ্গার ভয়াল রূপ। মণিকর্ণিকা ঘাটে দাহকার্য করতে গিয়ে অসুবিধায় পড়ছেন মৃতদেহের পরিজনরা। এই ঘাটকে বলা হয় মোক্ষের দ্বার। আর সেখানে পৌঁছতে নৌকোয় চাপাতে হচ্ছে শব। ফলে তিন-চার গুণ খরচ বেড়ে গিয়েছে শেষকৃত্যের। দেখুন গ্রাউন্ড রিপোর্ট।