scorecardresearch
 
Advertisement

Gyanvapi: কাশীতে 'তেহখানা' থেকে নাম পরিবর্তন করে এবার 'জ্ঞানবাপি তালগৃহ'

Gyanvapi: কাশীতে 'তেহখানা' থেকে নাম পরিবর্তন করে এবার 'জ্ঞানবাপি তালগৃহ'

বারাণসী জেলা আদালত ৩১ জানুয়ারী প্রয়াত পুরোহিতের পরিবারকে জ্ঞানবাপীর ভূগর্ভে হিন্দু দেবদেবীর পুজো করার অধিকার দেওয়া হয়েছে। এরপরই সেলারের নাম পরিবর্তন করে জ্ঞানবাপী তালগৃহ করা হয়েছে। কাশী বিদ্যা পরিষদের সাধারণ সম্পাদক রামনারায়ণ দ্বিবেদী বলেন, 'তেহখানা' শব্দটি 'জ্ঞানবাপী' নামের সঙ্গে যুক্ত হতে পারে না। তাই এর নামকরণ করা হয়েছে জ্ঞানবাপি তালগৃহ।

TAGS:
Advertisement