শীতের জন্য আপাতত বন্ধ কেদারনাথ মন্দির। এই মুহূর্তে কেদারনাথে চলছে প্রবল তুষারপাত। চার দিক ঢেকে গিয়েছে বরফে। মন্দির চত্বর সম্পূর্ণ সাদা। যেন স্বর্গ নেমে এসেছে পাহাড়ে। শুধু নিস্তব্ধতা, বরফ আর কেদারনাথের অলৌকিক সৌন্দর্য।