তামিলনাড়ুর কারুরে সুপারস্টার বিজয়ের জনসভায় পদপিষ্টের ঘটনার সময়ের কিছু মুহূর্তে ইতিমধ্যেই ভাইরাল। অবস্থা যে কতটা ভয়াবহ ছিল, তা মালুম হয় এই ভিডিওতে। ৩৯ জনের মৃত্যু হয়ে গিয়েছে। ৯৫ জন হাসপাতালে। এছাড়াও প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, যখন চরম ভিড়ে ঠেলাঠেলি চলছে, তখন হঠাত্ কারেন্ট চলে গেল। সরু রাস্তা। ভিড়ের মধ্যে তৈরি হল ভয়। প্রাণের ভয়। মৃত্যু ভয়। শিশুরা শ্বাস নিতে পারছে না। ৩৮টি দেহের পোস্টমর্টেম রিপোর্টে দেখা যাচ্ছে, সব মৃত্যুই দমবন্ধ হয়ে হয়েছে।