Advertisement

হরিণদের ডায়েটে তরমুজ-বাঘেদের জন্য এয়ার কুলার, চিড়িয়াখানাগুলিতে স্পেশাল ব্যবস্থা, দেখুন

গরমে মানুষ নাজেহাল। পশুদের অবস্থাও বেহাল। দাবদাহের জেরে চিড়িয়াখানার বাঘ, সিংহ, হরিণরাও খুঁজছে শীতল গৃহকোণ। দেশের বিভিন্ন প্রান্তে চিড়িয়াখানায় পশুদের ঠান্ডা রাখতে নানা ব্যবস্থা নেওয়া হয়েছে। যেমন উধমপুরে হরিণদের ডায়েটে রাখা হয়েছে তরমুজ। উত্তরপ্রদেশের কানপুর ও জয়পুরে ঠান্ডা জলে জলকেলির ব্যবস্থা করা হয়েছে বাঘেদের জন্য। ব্যবস্থা করা হয়েছে এয়ারকুলারেরও।

Advertisement
POST A COMMENT