Advertisement

Rahul Gandhi To Visit Wayanad: 'বাবা যখন মারা গিয়েছিল...', ওয়ানাডে বিপর্যস্ত এলাকায় রাহুল-প্রিয়াঙ্কা

কেরলের ওয়ানাডে পৌঁছলেন লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তাঁর সঙ্গে বোন প্রিয়াঙ্কা বঢরা। তাঁর ঘটনাস্থলে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে কথা বলেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল পাশে থাকার আশ্বাস দেন। বলেন,'আমার বাবা যখন মারা গিয়েছিল, সেই সময়ের কথা মনে যাচ্ছে। এখানে মানুষ পরিবার হারিয়েছে। আমার থেকেও খারাপ অবস্থা। মানুষের পাশে আছি'।

Advertisement
POST A COMMENT