Advertisement

Wayanad Landslide: ওয়েনাডে এখন কী অবস্থা? এই ড্রোন VIDEO-টি দেখলে শিউরে উঠবেন

লাশের পাহাড় কেরলের ওয়েনাডে। নীলগিরি সবুজ পাহাড়ে ঘেরা ওয়েনাডে শ্মশানের স্তব্ধতা। কান্না, হাহাকার। ধসের জেরে ইতিমধ্যেই ২৫৬টির বেশি দেহ উদ্ধার হয়েছে। জানা যাচ্ছে, এখনও ২০০ জনের বেশি নিখোঁজ। সে ক্ষেত্রে আরও অনেক মৃতদেহ মিলবে স্তূপের নীচে বলে মনে করছে উদ্ধারকারীরা। এখন কী অবস্থা ওয়েনাডের? ড্রোনে তোলা ভিডিওটি দেখলে গা শিউরে উঠবে।

Advertisement
POST A COMMENT