করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনাস্থলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পাশে দাঁড়িয়েই রেলের ভূমিকা নিয়ে সাংবাদিকদের সামনেই প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুনির্দিষ্ট ভাবে রেলের সমন্বয়ের দিকে আঙুল তুলেছেন বাংলার মুখ্যমন্ত্রী। দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যাটা ঠিক কত তা নিয়েই বাকযুদ্ধে জড়িয়ে পড়েন রেলমন্ত্রী ও মুখ্যমন্ত্রী। মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমি তো শুনছি, তিনটে কামরায় এখনও উদ্ধারকার্য সম্পন্ন করা যায়নি। সব মিটলে মৃতের সংখ্যা 500 ছাড়িয়ে যেতে পারে। তাতেই মাঝপথে রেলমন্ত্রী বলেন- না, উদ্ধারকার্য সম্পন্ন হয়ে গিয়েছে। সবমিলিয়ে 238 জন মারা গিয়েছেন। ওড়িশা সরকারের পরিসংখ্যান তাই বলছে।
WB CM Mamata Banerjee disagree on deaths in public