বর্তমানে সারা ভারত বর্ষ জুড়ে চলছে আনন্দ উৎসব। রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে চলছে জোরদার আয়োজন। অযোধ্যা নগরী সেজে উঠেছে রঙিন আলোর ফুলঝুড়িতে। সারাদেশ এখন তাকিয়ে রয়েছে ভারতের অন্যতম বৃহৎ মন্দির তথা রামের মন্দির উদ্বোধনের দিকে। প্রভু রামের ভক্তদের রাতের ঘুম যেন উড়ে গেছে। নিজের গৃহে প্রত্যাবর্তন করবেন প্রভু রাম, এ যেন স্বপ্নের অতীত তার ভক্তদের জন্য। আগামী 22শে জানুয়ারি প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির হাতে উদ্বোধন হবে শ্রী রামের ভোব্য মন্দির। বর্তমানে অযোধ্যা ধামে চলছে শেষ পর্বের প্রস্তুতি। আর এই বিশেষ মুহূর্তের সাক্ষী হতে ইতিমধ্যে অযোধ্যা ধামে পৌঁছাতে শুরু করেছেন প্রভু শ্রী রামের ভক্তরা। এক প্রতিবেদনে জানানো হয়েছে, প্রভুর মন্দির উদ্বোধন এবং প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে অযোধ্যায় প্রায় 40 লক্ষ লোকের সমগম ঘটবে।
West Bengal Police Claims That A Forgery Racket Running By Some Cyber Criminals On The Name Of Ram Mandir Opening Ceremony Entry Pass