প্রজাতন্ত্র দিবসে বাংলার ট্যাবলোয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্য়ায়। সঙ্গে দেখা গেল রবীন্দ্রনাথ ঠাকুরকে। ট্যাবলোয় নেতাজি সুভাষচন্দ্র বোস, বিবেকানন্দ, বিনয়-বাদল-দীনেশ, মাতঙ্গিনী হাজরার মতো বিপ্লবীদেরও তুলে ধরা হয়। বাংলাকে স্বাধীন করতে কত রক্ত দিয়েছে বাঙালি, তা তুলে ধরা হল ট্যাবলোয়। হাজার টানাপোড়েনের পর ১৭টি রাজ্যের মধ্যে বাংলার ট্যাবলো সগৌরবে অংশ নেয় এবারের কুচকাওয়াজে। আজ কর্তব্যপথে ২১ নম্বরে দেখা গেল পশ্চিমবঙ্গের পরিবেশন। জাতীয় স্তরে প্রজাতন্ত্র দিবস উদযাপন, তাই প্রথমে পশ্চিমবঙ্গের ট্যাবলোয় বাংলা ভাষায় লেখা নিয়ে আপত্তি তুলেছিল প্রতিরক্ষা মন্ত্রকের বিশেষজ্ঞ কমিটি। কিন্তু রাজ্য সরকারের অনড় অবস্থানে তা বদলাতে পারেনি কেন্দ্র। বাংলা ছাড়াও অসম, কেরল, তামিলনাড়ু সহ ৪ রাজ্যে ভোট। বাকিদের ট্যাবলোর থিম কেমন?