Advertisement

India and Bharat Controversy:'INDIA' নয়, দেশের নাম শুধু 'ভারত', বিতর্কটি ঠিক কী?

G20 সামিটের পরে সংসদে বিশেষ অধিবেশন ডেকেছে কেন্দ্রীয় সরকার। মোদী সরকারের এই পদক্ষেপের জেরে গত এক সপ্তাহ ধরেই জাতীয় রাজনীতিতে উত্তাপ চড়ছে। বিশেষ অধিবেশনে কী হতে পারে, তা নিয়ে জল্পনার মধ্যেই আজ অর্থাত্‍ মঙ্গলবার আরও একটি বিষয় সামনে এল। তা হল, সংসদের বিশেষ অধিবেশনে দেশের নাম India বদলে ভারত (Bharat) রাখার প্রস্তাব দিতে পারে কেন্দ্র। ইতিমধ্যেই এই প্রস্তাব ঘিরে শুরু হয়ে গিয়েছে বিতর্ক। কেন্দ্রকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। বিতর্কটি ঠিক কী?

Advertisement
POST A COMMENT