Advertisement

Nuclear Weapons: ভারত ও পাকিস্তানের হাতে পরমানু অস্ত্রের সংখ্যা কতো? কাঙাল দেশ টিকবে তো!

গোটা বিশ্ব জুড়ে যুদ্ধের পরিস্থিতি। কখনও রাশিয়ার সঙ্গে ইউক্রেনের, তো কখনও আবার ইজরায়েলের সঙ্গে ফিলিস্তিনি। আর এই যুদ্ধের ফলে আরও অন্যান্য দেশও জড়িয়ে পড়ছে। তাতে করে যে কোনও সময়ে তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যেতে পারে। আর তার ওপরে দিনের পর দিন গোপনে গোপনে বেশ কিছু দেশ সকলের অজান্তেই পরুমানু শক্তি বাড়িয়ে চলেছে। এই অবস্থায় নতুন করে যদি কোনও দেশের মধ্যে যুদ্ধ লাগে তাহলে তো আর বলার কথাই নেই। কিন্তু যে কোনও সময়ে যুদ্ধ লেগে যাওয়ার সম্ভবনা রয়েছে ভারত-পাকিস্তানের।

Which Countries Have Nuclear Weapons

Advertisement