যতই প্রশিক্ষণ আর প্রতিকূল পরিস্থিতির জন্য রেডি করে দেওয়া হোক, তবু মহাকাশে পাড়ি দিয়ে আলাদা অভিজ্ঞতা হয় মহাকাশচারীদের। দেশের মাটি থেকে উৎখাত হয়ে কঠিন ও প্রতিকূল পরিবেশে নিজেদের মানিয়ে নিতেও কিছুটা অসুবিধা সহয় বইকি? আর দেশের মহাকাশচারীদের এই অভিজ্ঞতা থেকে কিছুটা হলেও মুক্তি দিতে এবার পড়সড় পদক্ষেপ করল ভারতীয় মহাকাশচারী সংস্থা ইসরো। সম্প্রতি ইসরোর তরফে ভারতের লে-লাদাখে একটি অ্যানালগ স্পেশ মিশন চালু করা হয়েছে। কী কাজ এই অ্যানালগ স্পেশ মিশনের? জানা গিয়েছে, মহাকাশ অভিযানে পাড়ি দেওয়ার আগে যাতে দেশের মাটিতেই মহাকাশের মতো কঠিন ও প্রতিকূল পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে কিছুটা হলেও অভ্যস্ত হতে পারেন মহাকাশচারীরা, সেটাই লক্ষ্য ইসরোর।
What makes Ladakh best suited for analog space mission of ISRO which simulates Mars and Moon conditions