বিহারে তেজস্বী যাদবকে কি একবার মুখ্যমন্ত্রী পদে চান্স দেওয়া উচিত? এই প্রশ্নের উত্তরে বিহার বিজেপির সভাপতি দিলীপ জয়সওয়ালের জবাব, তেজস্বী যাদবই কেন? বিহারে আর কোনও যাদব নেই? রাজার ছেলেই কেন রাজা হবে? গণতন্ত্র আছে তো। অন্য যাদবও তো মুখ্যমন্ত্রী হতে পারেন।