লোকসভায় তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষের জবাব দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অপারেশন সিঁদুর চলাকালীন কেন হঠাত্ পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণা করেছিল কেন্দ্র, তা নিয়ে প্রশ্ন তোলেন কল্যাণ। আজ অর্থাত্ মঙ্গলবার অমিত শাহ ওই প্রসঙ্গে বললেন, 'যুদ্ধের অনেক পরিণাম হয়। যুদ্ধের ব্যাপারে অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হয়।' এরপরেই ইন্দিরা গান্ধীর সময়ের উদাহরণ টানেন অমিত শাহ।