Advertisement

Mumbai Hospital Viral: গর্ভপাত করাতে গিয়ে বেরল জ্যান্ত বাচ্চা, ডাক্তারও হতভম্ব

মুম্বইয়ের পারেলের বাসিন্দা ওই অন্তঃসত্ত্বা মহিলার হার্টে একটা ফুঁটো ছিল। শারীরিক অসুস্থতার কথা মাথায় রেখেই তাঁকে জরুরিভিত্তিতে 6 মাসের মাথায় গর্ভপাতের অনুমতি দিয়েছিল বম্বে হাইকোর্ট। 24 সপ্তাহ পর গর্ভপাতের অনুমতি মূলত দেওয়া হয় না। চলতি বছেরের মার্চ মাসে প্রেগনেন্ট হন ওই মহিলা। জুলাই মাসে শেষের দিকে হঠাৎই তাঁর শ্বাসকষ্ট শুরু হয়। এরপর শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। পরীক্ষার পর রিপোর্টে দেখা যায়, তাঁর হার্টে 20 মিলিমিটারের একটি ফুঁটো আছে। জীবন বাঁচাতে এরপর তড়িঘড়ি ডাক্তাররা তাঁর গর্ভপাতের পরামর্শ দেন।

Mumbai Hospital Viral

Advertisement