scorecardresearch
 
Advertisement

Road Accident: মহিলাকে যখন ধাক্কা মারল গাড়িটি, মৃত্যুর ভয়াবহ CCTV ভিডিও

Road Accident: মহিলাকে যখন ধাক্কা মারল গাড়িটি, মৃত্যুর ভয়াবহ CCTV ভিডিও

মর্মান্তিক পথদুর্ঘটার ভিডিও ধরা পড়ল গ্রেটার নয়ডায় রাস্তার সিসিটিভি-তে। এক মহিলা রাস্তায় হাঁটছেন। একদম ধীর স্থির। হঠাত্‍ একটি গাড়ি পিছন থেকে এসে মারল ধাক্কা। ব্যাপক স্পিডে থাকা ওই গাড়ির ধাক্কায় ছিটকে পড়লেন মহিলা। সঙ্গে সঙ্গে রক্তে ভেসে গেল। জানা গিয়েছে, ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তাঁর। পুলিশ জানতে পেরেছে, গাড়িটি চালাচ্ছিল একটি নাবালক। স্পিডে গাড়ি চালিয়ে নিয়ন্ত্রণ হারায়।

Advertisement