প্রতিবছর ৩১ মে বিশ্ব তামাকমুক্ত দিবস পালন করা হয়। বালি শিল্পী সুদর্শন পট্টনায়েক বিশেষ কোনও দিন, ঘটনা তার বালি শিল্পে তুলে ধরেন। বিশ্ব তামাকমুক্ত দিবসে তিনি বালি শিল্পে তুলে ধরেছেন তামাক ছাড়ার বার্তা। ওড়িশার পুরীর সমুদ্র সৈকতে তার বালি ভাস্কর্ষের মাধ্যমে তামাক ছাড়ার বার্তা দেন। দেখুন ভিডিও।