প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাত সফরের সময় বিশ্ব বন্যপ্রাণী দিবস উপলক্ষে সোমবার সকালে গুজরাতের জুনাগড় জেলার গির বন্যপ্রাণী অভয়ারণ্যে সিংহ সাফারিতে গিয়েছিলেন। তিনদিনের গুজরাত সফরে রয়েছেন তিনি। তাঁকে সিংহের সামনে ছবি তুলতে দেখা যায়। কয়েকজন মন্ত্রী ও বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁর সঙ্গে ছিলেন। গির বন্যপ্রাণী অভয়ারণ্যের সদর দফতর সাসান গিরে, প্রধানমন্ত্রী জাতীয় বন্যপ্রাণী বোর্ডের সপ্তম বৈঠকেও সভাপতিত্ব করবেন। কেন্দ্রীয় সরকার প্রজেক্ট লায়নের জন্য ২৯০০ কোটি টাকারও বেশি অনুমোদন করেছে, যা এশিয়াটিক সিংহদের সংরক্ষণের জন্য।