Advertisement

Wrestlers Protest: নতুন সংসদ ভবনের দিকে কুস্তিগীররা, ভিনেস-সঙ্গীতাকে আটক করল পুলিশ

রবিবার নতুন সংসদ ভবনের দিকে যাত্রা শুরু করে কুস্তিগীররা। দিল্লি পুলিশ ভিনেশ তাদের আটকায়। ফোগাট এবং সঙ্গীতা ফোগাট সহ বেশ কয়েকজন কুস্তিগীরকে আটক করেছে পুলিশ। কুস্তিগীরদের বক্তব্য, তাদের জোর করে আটক করেছে পুলিশ। পুলিশ জানায় কুস্তিগীররা ব্যারিকেড ভেঙে প্রোটোকল লঙ্ঘন করেছে। ভিনেশ ও সঙ্গীতাকে পুলিশ আধিকারিকরা টেনে নিয়ে বাসের ভিতরে ঢুকিয়ে দেয়। দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভকারী কুস্তিগীররা নতুন সংসদ ভবনের দিকে পদযাত্রা শুরু করে। যৌন হয়রানির অভিযোগে কুস্তিগীরদের বিক্ষোভ চলছে।

Advertisement
POST A COMMENT