Advertisement

UP News : 'এক ছেলের জন্ম দেওয়া মা নাগিনীর মতো', Hindu Population বাড়ানোর বার্তা পুরোহিতের?

বর্তমান সময়ে ১৪০ কোটির দেশ India। তাই খুব স্বাভাবিকভাবেই বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষিতে আলোচনায় উঠে আসে দেশের জনসংখ্যার বিষয়টি। কোনও কোনওমহল থেকে তো দেশের ক্রমবর্ধমান জনসংখ্যা নিয়ে একপ্রকার উদ্বেগও প্রকাশ করা হয়। তবে এরই মাঝে পুরোহিত মহন্ত Yati Narsinghanand র একটি মন্তব্যকে ঘিরে পড়ে গিয়েছে শোরগোল। তিনি বলেন, যে মা একটি মাত্র ছেলের জন্ম দিচ্ছেন, তিনি নিজের সন্তানের কাছে নাগিনীর মতো। যেমন নাগিনী সন্তানের জন্ম দেওয়ার পর তাকে খেয়ে ফেলে, এক সন্তানের জন্ম দেওয়া মা-ও তেমনই। কারণ যার নিজের ভাই নেই, তার কোনও অস্তিত্ব নেই। শুনুন কী বললেন তিনি।

Yati Narsinghanand's controversial statement on mothers with only one son in India

Advertisement