scorecardresearch
 
Advertisement

Yogi Adityanath: 'কৃষ্ণ চেয়েছিলেন 5টি গ্রাম, আমরা চেয়েছি 3টি'যোগী কি এবার মহাভারত চান!

Yogi Adityanath: 'কৃষ্ণ চেয়েছিলেন 5টি গ্রাম, আমরা চেয়েছি 3টি'যোগী কি এবার মহাভারত চান!

অযোধ্যার পর কাশী-মথুরাতেও মন্দির চায় সনাতনীরা। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেন, রামমন্দির তৈরি হওয়ায় প্রত্যেক সনাতনি খুশি। কিন্ত্যু বিরোধীরা তা নিয়ে কিছু বলছে না। কিন্তু নানা ভাবে তাঁরা দৃষ্টি ঘোরানোর চেষ্টা করছে। যোগীর দাবি, সনাতন ধর্মে বিশ্বাসী প্রত্যেক মানুষ চাইছে তিনটি মন্দির অর্থাৎ অয্যোধ্যা, মথুরা এবং কাশী তৈরি হোক। মসজিদ ভেঙে অযোধ্যায় রামমন্দির নির্মাণ হয়েছে। তবে এখানেই যে গেরুয়া শিবির থেমে থাকবে না, তা স্পষ্ট করে দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বুধবার উত্তরপ্রদেশ বিধানসভায় রামমন্দিরের গুরুত্ব তুলে ধরেন তিনি। বলেন, প্রত্যেক সনাতনী রামমন্দির তৈরি হওয়ায় খুশি। তবে বিরোধীরা শতাব্দীর সেরা এই ঘটনা নিয়ে কিছু বলছেন না। তাঁরা শুধু জনগণের নজর ঘোরানোর চেষ্টা করছেন। এখন অযোধ্যায় রামমন্দির দেখে সকলে মুগ্ধ। আগেই এটা নির্মাণ করা উচিত ছিল।

Yogi Adityanath Controversial Comment goes viral

Advertisement