Advertisement

Maha Kumbh 2025: মহাকুম্ভে ৬২ কোটি পুণ্যার্থী! যোগী বললেন,'সনাতন ধর্মের জন্য...'

প্রয়াগরাজের ত্রিবেণীতে এখনও পর্যন্ত ৬২ কোটি পুণ্যার্থী এসেছেন। রবিবার এমনটাই দাবি করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাঁর কথায়,'গোটা দুনিয়ায় ১২০ কোটি সনাতনীদের মধ্যে অর্ধেক এসেছেন মহাকুম্ভে। প্রতিটি পরিবার এই আয়োজনের অংশ হয়েছে'।

Advertisement
POST A COMMENT