বাড়ির মূল দরজা কোন দিকে থাকা উচিত এই বিষয়ে চিন্তাভাবনা করেন অনেকেই। তবে প্রত্যেকের বাড়ির মূল দরজা বাস্তু মতে সঠিক কোণে স্থাপিত করা প্রয়োজন।
শাস্ত্র বলছে, বাড়ির দরজা যে কোনও প্রান্তেই স্থাপন করা উচিত নয়। মূল দরজা বাস্তু মতেই স্থাপন করা প্রয়োজন।
ভুল দিকে যদি বাড়ির মূল দরজা স্থাপন করা থাকে গৃহস্থের বাড়িতে অনেক সমস্যা হতে পারে বলে জানাচ্ছেন জ্যোতিষীরা।
বাস্তু মতে বাড়ির দক্ষিণ-পশ্চিম দিকে মূল দরজা থাকা অশুভ বলে মনে করা হয়। এতে সংসারে অনেক সমস্যা নেমে আসতে পারে।
উত্তর-পূর্ব দিকে মূল দরজা থাকলেও কোনও সমস্যা হয় না। প্রত্যেকের বাড়ির দরজা এই দিকে মুখ করা থাকলে ভালো হয়।
দক্ষিণ পূর্ব দিকে বাড়ির দরজা কখনই বানানো উচিত নয়। এতে বাড়িতে নানারকম সমস্যা নেমে আসে। গৃহস্থের বাড়িতে কোনও মহিলা থাকলে রোগ ব্যাধির সম্ভাবনা বেড়ে যায়।
বাড়ির মূল দরজার মুখ দক্ষিণ দিক থাকলেও সমস্যা বাড়ে বলে জানাচ্ছে শাস্ত্র। ওই গৃহস্থের সংসারে অশান্তি নেমে আসে।