scorecardresearch
 
Advertisement
ধর্ম

Vastu Tips : টাকা নেই, দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে! বাড়ির দরজা কোন দিকে খেয়াল করেছেন?

চিন্তাভাবনা
  • 1/9

বাড়ির মূল দরজা কোন দিকে থাকা উচিত এই বিষয়ে চিন্তাভাবনা করেন অনেকেই। তবে প্রত্যেকের বাড়ির মূল দরজা বাস্তু মতে সঠিক কোণে স্থাপিত করা প্রয়োজন। 

উচিত
  • 2/9

শাস্ত্র বলছে, বাড়ির দরজা যে কোনও প্রান্তেই স্থাপন করা উচিত নয়। মূল দরজা বাস্তু মতেই স্থাপন করা প্রয়োজন। 

জানাচ্ছেন
  • 3/9

ভুল দিকে যদি বাড়ির মূল দরজা স্থাপন করা থাকে গৃহস্থের বাড়িতে অনেক সমস্যা হতে পারে বলে জানাচ্ছেন জ্যোতিষীরা।

Advertisement
বানানো
  • 4/9

উত্তর মুখে বাড়ির দরজা বানানো সব থেকে শুভ। এতে কোনও কুপ্রভাব আসে না।

অশুভ
  • 5/9

বাস্তু মতে বাড়ির দক্ষিণ-পশ্চিম দিকে মূল দরজা থাকা অশুভ বলে মনে করা হয়। এতে সংসারে অনেক সমস্যা নেমে আসতে পারে।

প্রত্যেকের
  • 6/9

উত্তর-পূর্ব দিকে মূল দরজা থাকলেও কোনও সমস্যা হয় না। প্রত্যেকের বাড়ির দরজা এই দিকে মুখ করা থাকলে ভালো হয়।
 

নানারকম
  • 7/9

দক্ষিণ পূর্ব দিকে বাড়ির দরজা কখনই বানানো উচিত নয়। এতে বাড়িতে নানারকম সমস্যা নেমে আসে। গৃহস্থের বাড়িতে কোনও মহিলা থাকলে রোগ ব্যাধির সম্ভাবনা বেড়ে যায়।

Advertisement
জানাচ্ছে
  • 8/9

বাড়ির মূল দরজার মুখ দক্ষিণ দিক থাকলেও সমস্যা বাড়ে বলে জানাচ্ছে শাস্ত্র। ওই গৃহস্থের সংসারে অশান্তি নেমে আসে। 
 

দরজার
  • 9/9

পশ্চিম দিকে বাড়ির মূল দরজার অবস্থান থাকলে কোনও সমস্যা হয় না। 


 

Advertisement