Advertisement
ধর্ম

Bhairab Puja: বাবা ভৈরব পূরণ করেন মনোবাঞ্ছা, পুজো দিতে চাইলে অপেক্ষা করতে হবে আরও ৬০ বছর!

  • 1/7

দুর্গা, কালী পুজোর রেশ কাটতে না কাটতে ভৈরব পুজোকে কেন্দ্র করে উৎসবে মেতেছে বহরমপুরবাসী। 

  • 2/7

কার্তিক মাসের শেষ দিনে বহরমপুর শহরের অনেক জায়গায় ভৈরব পুজো হয়। বহরমপুর শহর জুড়ে একাধিক ভৈরব পুজো হয়। 
 

  • 3/7


বিভিন্ন পুজো উদ্যোক্তাদের মধ্যে ভৈরবের উচ্চতা, গঠনশৈলিতে যেমন বৈচিত্য  রয়েছে, তেমনি ভিন্ন ভিন্ন নামেও পরিচিত। 

Advertisement
  • 4/7

শহরের অন্যতম প্রাচীন ভৈরবপুজো হল সৈদাবাদ নিমতলাপাড়ার ভৈরব। নিমতলাপাড়ার এই ভৈরব বহরমপুর তথা জেলাবাসীর কাছে নিমবাবা নামে পরিচিত।

  • 5/7


 নিমবাবাকে খুব জাগ্রত বলে মানেন সকলে। মনস্কামনা পূরণের জন্য প্রতি বছর ভক্তরা মানত করেন। 
 

  • 6/7

তবে পুজোর মানত করলেই যে ওই বছরে পুজো দিতে পারবেন তা কিন্তু নয়।

  • 7/7

 পুজো কমিটির এক সদস্য বলেন, নিমবাবা খুব জাগ্রত। ভক্তরা যে যেমন মানত করেন বাবা তা পূরণ করেন। ২০৮০ সাল পর্যন্ত মানতের পুজো বুক হয়ে আছে। চলতি বছরে কেউ মানতের পুজো দিতে চাইলে ২০৮০ সালের পরে দিতে পারবেন।

Advertisement